
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গত শনিবার, ৯ই আগস্ট, এক অসাধারণ ও ব্যতিক্রমী আয়োজন সম্পন্ন হয়েছে, যা সমাজের প্রচলিত ধারণাকে বদলে দিয়েছে। ‘তিন চাকার সুপারস্টার’ শীর্ষক এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন রিকশা, ভ্যান, সিএনজি ও অটোরিকশার চালকরা। তাঁরা কোরআন তেলাওয়াত এবং ইসলামী সংগীতের মাধ্যমে তাঁদের সুপ্ত প্রতিভা ও ধর্মীয় অনুভূতির প্রকাশ ঘটান, যা উপস্থিত শত শত দর্শক ও শ্রোতাকে মুগ্ধ করে।
উল্লাপাড়া পৌর উন্মুক্ত মঞ্চে অনুষ্ঠিত এই প্রতিযোগিতাটি ছিল এক আনন্দঘন মিলনমেলা, যেখানে পেশার ভিন্নতা ছাপিয়ে প্রতিভাই মুখ্য হয়ে ওঠে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উল্লাপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক শাহজাহান আলী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালুমিনাই অ্যাসোসিয়েশনের নির্বাচিত সভাপতি আলহাজ্ব মাওঃ মোঃ রফিকুল ইসলাম খান।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন এমএস ও এইচআরএমসি (ঢাকা বিশ্ববিদ্যালয়)-এর সমাজ সেবক, শিক্ষানুরাগী ও এসপিও, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর আলহাজ্ব মাওঃ মোহাম্মাদ আলী।
এই অনন্য উদ্যোগটির নেপথ্যে ছিলেন লেখক, ট্রেইনার ও মোটিভেশনাল স্পিকার এ বি সিদ্দিক শাওন। এই আয়োজন সফল করতে তাঁকে সহযোগিতা করেন জাতীয় দৈনিক নববানী পত্রিকার নির্বাহী সম্পাদক এস এম মেহেদী হাসান।
আয়োজকরা জানান, এই অনুষ্ঠানের প্রধান উদ্দেশ্য ছিল সমাজে এই পেশার মানুষদের প্রতি সম্মান বৃদ্ধি করা এবং তাঁদের ভেতরের প্রতিভাকে স্বীকৃতি দেওয়া। প্রতিযোগিতায় বিজয়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে যথাক্রমে পাঁচ হাজার, তিন হাজার ও দুই হাজার টাকা নগদ পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়। এমন একটি আয়োজন নিঃসন্দেহে সমাজে একটি ইতিবাচক বার্তা ছড়িয়ে দিয়েছে।
