সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
হারিয়ে যাওয়া পেশা: ডাক পৌঁছানোর অবিচল পথিক – “রানার” সেনাবাহিনীর যৌথ অভিযান অস্ত্র উদ্ধার আটক ২ জন ঝিনাইদহে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উত্তরার টাইম পার্টি সেন্টারে এবি পার্টির রাজনৈতিক কর্মশালা: মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা দিয়ে সমাপ্তি হরিণাকুণ্ডুতে শিক্ষার্থীর অকাল মৃত্যু ১৫ নভেম্বর থেকে শুরু হচ্ছে জাগরণ শিক্ষা ফাউন্ডেশনের জাতীয় বৃত্তি পরীক্ষা উর্মিলা নুসরাত: স্বপ্নের পথে এক নতুন মুখ বগুড়া শাজাহানপুরে আড়িয়াপালপাড়া  রাস্তায় বেহাল  চরম ভোগান্তি আড়িয়াপালপাড়া মানুষ সারিয়াকান্দি চরাঞ্চল – কাশফুলে সাদা হয়ে উঠেছে, প্রকৃতির শোভায় মুগ্ধ জনপদ  দক্ষিনখান থানা বিএনপির আহবায়ক হেলাল তালুকদার কে মহিলা দলের শুভেচ্ছা ও অভিনন্দন  সচেতনতার জয় -পালংখালী পেল স্পিডব্রেকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে টানা ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ ‎লেকের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সৌন্দর্য বৃদ্ধির দাবিতে উত্তরায় মানববন্ধন ব্যারিস্টার মোহাম্মদ আবদুল মাজিদ (তাহের) সুনামগঞ্জ বিএনপি’র -২ আসনের মনোনয়ন প্রত্যাশী উপজেলা পর্যায়ের গ্রীষ্মকালীন খেলার উদ্বোধন সাংবাদিক ও মানবাধীকার কর্মী মুন্নি আক্তারের অসুস্থ সন্তানের জন্য দোয়া কামনা প্রবীণ সাংবাদিক এমারত হোসেন সরকার বকুলের দ্রুত আরোগ্য কামনা বসত বাড়ির আঙ্গিনায় গাঁজা চাষ,গ্রেপ্তার ১ গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদ নির্বাচনে সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সিগারেট খাওয়া নিয়ে ঝগড়া: গাজীপুরে ভাগিনার হাতে মামা খু/ন

হাওরাঞ্চলের জেলা সুনামগঞ্জে বইছে নির্বাচনী হাওয়া

নির্বাচনের দিনক্ষন ঘোষনা করার আগেই নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে হাওরাঞ্চলের জেলা সুনামগঞ্জে। নির্বাচনী প্রচার-প্রচারনায় সরগরম জেলার ৫টি আসনের মাঠ-ঘাট। বিশেষ করে তরুণ প্রার্থীরাই এগিয়ে রয়েছেন প্রচারনায়। প্রতিটা আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একাধিক প্রার্থীরা জোর প্রচারনা চালাচ্ছেন। এক্ষেত্রে বিএনপিতে মনোনয়নপ্রত্যাশীর ছড়াছড়ি থাকলেও জামায়াতের একক প্রার্থী ঘোষণা করা হয়েছে। জামায়াতের ঘোষিত প্রার্থীরাই মাঠ চষে বেড়াচ্ছেন। ইসলামী দলগুলোর মধ্যে খেলাফত মজলিস ও জমিয়তে উলামায়ে ইসলামের সম্ভাব্য প্রার্থীরাও রয়েছেন আলোচনায়। তবে জাতীয় পার্টি ও এনসিপিসহ আরো একাধিক দলের নির্বাচনী প্রচার-প্রচারনা এখনোও জমে উঠে নি। অনেকটাই নিরব ভূমিকায় রয়েছে দলগুলো।

সুনামগঞ্জ-১ আসনঃ
জামালগঞ্জ, ধর্মপাশা, তাহিরপুর ও মধ্যনগর উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, আনিসুল হক, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি নজির হোসেনের স্ত্রী সালমা নজির, যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা মাহবুবুর রহমান, সুনামগঞ্জ জেলা বিএনপি’র আহব্বায়ক কমিটির সদস্য আব্দুল মোতালিব খাঁন, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নিজাম উদ্দিন, ছাত্রদল নেতা ব্যারিস্টার হামিদুল হক লিটন (আফিন্দি লিটন) ও আলা উদ্দিন তালুকদার। এই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী দলের জেলা আমির মাওলানা তোফায়েল আহমদ খাঁন।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সম্ভাব্য প্রার্থী অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার এবং বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম থেকে মনোনয়ন চান মাওলানা তোফাজ্জল হক আজিজ।

সুনামগঞ্জ-২ঃ
দিরাই ও শাল্লা উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আছেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী, ছাত্রদলের সাবেক নেতা যুক্তরাজ্য প্রবাসী অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাভেল, সাবেক বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী রুমি। জমিয়ত উলামায়ে ইসলামের নেতা মাওলানা ড. শুয়াইব আহমদ, ওই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকট শিশির মনির।

সুনামগঞ্জ-৩ঃ
জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-৩ আসনে যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কয়ছর এম আহমদ, যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা ব্যারিস্টার আনোয়ার হোসেন, এম এ সাত্তার, আশফাক শামী, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নাদের আহমদ দলের মনোনয়ন প্রত্যাশী। সাবেক এমপি মাওলানা শাহীনুর পাশা চৌধুরীও এখানে সক্রিয় রয়েছেন। তিনি এর আগে জাতীয় নির্বাচনে তৃণমূল বিএনপি থেকে প্রার্থী হয়েছিলেন। এ কারণে জমিয়তে উলামায়ে ইসলাম তাঁকে বহিষ্কার করে। এখন মামুনুল হকের নেতৃত্বাধীন খেলাফত মজলিসে যোগ দিয়েছেন তিনি। জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় প্রচার সম্পাদক সৈয়দ তালহা আলম, একই দলের নেতা সৈয়দ মাওলানা তামীম আহমদ ও মাওলানা হাম্মাদ সাদী মনোনয়ন পেতে চাইছেন। এখানে জামায়াতের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ইয়াসিন খান।

সুনামগঞ্জ-৪ঃ
সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আছেন জেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, যুবদল ও ছাত্রদলের সাবেক সভাপতি আবুল মুনসুর শওকত এবং সাবেক হুইপ ফজলুল হক আসপিয়ার ছেলে ব্যারিস্টার আবিদুল হক, বিএনপি নেতা আব্দুল লতিফ জেপি, যুক্তরাজ্য বিএনপির নেতা গোলাম রব্বানী সোহেল, মোহন রায় বাচ্চু। এ আসনে ছাতক-দোয়ারাবাজার আসনের সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন মিলনও মনোনয়ন পাওয়ার আশা করছেন। এখানে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শামসুদ্দিনও প্রচারণায় আছেন। জমিয়ত থেকে রয়েছেন মাও. মুখলিছুর রহমান চৌধুরী

সুনামগঞ্জ-৫ঃ
ছাতক ও দোয়ারাবাজার উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-৫ আসনে বিএনপি থেকে মনোনয়ন পাওয়ার তালিকায় আছেন সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন এবং সাবেক উপজেলা চেয়ারম্যান ও কেন্দ্রীয় বিএনপির সদস্য মিজানুর রহমান চৌধুরী। এই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আব্দুস সালাম মাদানী। জমিয়ত থেকে আলহাজ্ব মোঃ নুরুল হক। এ ছাড়া স্বতন্ত্র হিসেবে লড়তে চাইছেন মো. জাহাঙ্গীর আলম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page আমাদের পেজ লাইক করুন
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com