বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
হারিয়ে যাওয়া পেশা: ডাক পৌঁছানোর অবিচল পথিক – “রানার” সেনাবাহিনীর যৌথ অভিযান অস্ত্র উদ্ধার আটক ২ জন ঝিনাইদহে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উত্তরার টাইম পার্টি সেন্টারে এবি পার্টির রাজনৈতিক কর্মশালা: মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা দিয়ে সমাপ্তি হরিণাকুণ্ডুতে শিক্ষার্থীর অকাল মৃত্যু ১৫ নভেম্বর থেকে শুরু হচ্ছে জাগরণ শিক্ষা ফাউন্ডেশনের জাতীয় বৃত্তি পরীক্ষা উর্মিলা নুসরাত: স্বপ্নের পথে এক নতুন মুখ বগুড়া শাজাহানপুরে আড়িয়াপালপাড়া  রাস্তায় বেহাল  চরম ভোগান্তি আড়িয়াপালপাড়া মানুষ সারিয়াকান্দি চরাঞ্চল – কাশফুলে সাদা হয়ে উঠেছে, প্রকৃতির শোভায় মুগ্ধ জনপদ  দক্ষিনখান থানা বিএনপির আহবায়ক হেলাল তালুকদার কে মহিলা দলের শুভেচ্ছা ও অভিনন্দন  সচেতনতার জয় -পালংখালী পেল স্পিডব্রেকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে টানা ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ ‎লেকের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সৌন্দর্য বৃদ্ধির দাবিতে উত্তরায় মানববন্ধন ব্যারিস্টার মোহাম্মদ আবদুল মাজিদ (তাহের) সুনামগঞ্জ বিএনপি’র -২ আসনের মনোনয়ন প্রত্যাশী উপজেলা পর্যায়ের গ্রীষ্মকালীন খেলার উদ্বোধন সাংবাদিক ও মানবাধীকার কর্মী মুন্নি আক্তারের অসুস্থ সন্তানের জন্য দোয়া কামনা প্রবীণ সাংবাদিক এমারত হোসেন সরকার বকুলের দ্রুত আরোগ্য কামনা বসত বাড়ির আঙ্গিনায় গাঁজা চাষ,গ্রেপ্তার ১ গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদ নির্বাচনে সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সিগারেট খাওয়া নিয়ে ঝগড়া: গাজীপুরে ভাগিনার হাতে মামা খু/ন

ধুনটে যমুনা নদীতে তীব্র ভাঙন, দুশ্চিন্তায় নদীপাড়ের ৩টিগ্ৰ্যাম, শিমুলবাড়ি, সহড়াবাড়ি,বানিয়াজান গ্ৰ্যামের মানুষ

বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নে বতমান যমুনা নদীর পানি কমার সঙ্গে ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। গত কয়েকদিনের আকস্মিক ভাঙনে বিলীন হয়েছে যমুনা পাড়ের শহড়াবাড়ি গ্রামের সমতল ভূমি। ভাঙন ধেয়ে আসছে জনবসতির দিকে। ফলে দুশ্চিন্তায় পড়েছেন নদী পাড়ের মানুষ।

মঙ্গলবার (২৬আগস্ট) সরেজমিন দেখা যায়, যমুনা নদীর ভাঙনরোধে ২০০১ সালে শহড়াবাড়ি ও তার এক কিলোমিটার ভাটিতে বানিয়াজান স্পার নির্মাণ করা হয়েছে। এই স্পার নির্মানের ফলে শহড়াবাড়ি ও বানিয়াজান গ্রামের মাঝখানে আবাদি জমি ও জনবসতি রক্ষা হয়েছে। কিন্ত কয়েকদিন ধরে যমুনা নদীর পানি কমতে শুরু করেছে। পানি কমার সাথে নদীতে প্রবল স্রোত বইছে।প্রচন্ড স্রোতের কারণে ঘূর্ণেবর্তের সৃষ্টি হয়ে পানি নদীপাড়ে আঘাত হানছে।
কলকল শব্দে অবিরত বয়ে যাওয়া যমুনা এখন তীরবর্তী জনবসতির জন্য বিরাট আতঙ্কের নাম। মাঝেমধ্যেই নদীর স্বভাবসুলভ হুঙ্কারে কেঁপে উঠছে স্থানীয়রা। কিছুক্ষণ পরপরই ধপাস করে বিকট আওয়াজ তুলে হৃদয় কাঁপিয়ে দিয়ে যমুনার ঘূর্ণিতে তলিয়ে যাচ্ছে স্বপ্নের সমতল ভূমি।

শহড়াবাড়ি থেকে বানিয়াজান পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে নদী ভাঙন অব্যাহত রয়েছে। মাত্র এক সপ্তাহের ভাঙ্গনে হারিয়ে গেছে চাষের জমি ও জীবনের নির্ভরতা। ফলে ভাঙ্গনের আতঙ্কে দিশেহারা নদী পাড়ের মানুষ। হুমকির মুখে বিস্তীর্ণ জনপদ।

স্থানীয়রা জানান, এখান থেকে প্রতি বছর অবৈধভাবে বালু উত্তোলন করা হয়।

সেসময় কোনো ব্যক্তি প্রতিবাদ করতে পারত না, প্রতিবাদ করলে তাদের হুমকি দিত। এখন তার খেসারত দিচ্ছে এলাকাবাসির। নদীতে কয়েকদিন ধরে পানি কমতে শুরু করেছে। পানি কমার ফলে ভাঙনও দেখা দিয়েছে। কিন্তু ভাঙনরোধে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। তাদের দাবি যতদ্রুত সম্ভব ভাঙনরোধে কার্যকর পদক্ষেপ নেয়া। তা না হলে ফসলি জমির সঙ্গে তাদের ঘরবাড়িও নদীগর্ভে বিলীন হতে পারে।

বগুড়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-সহকারী প্রকৌশলী লিটন আলী বলেন, পানি উন্নয়ন বোর্ডের উচ্চপদস্থ কর্মকর্তা যমুনা নদীর ভাঙন স্থান পরিদর্শন করেছেন। আমাদের প্রস্তুতি রয়েছে। তাই নদীপাড়ের মানুষের আতংক হওয়ার কিছু নেই। ভাঙনরোধে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page আমাদের পেজ লাইক করুন
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com