
গাজীপুর মহানগরীর গাছা থানার সর্ববৃহৎ সাংবাদিক ক্লাব "গাছা প্রেসক্লাব" এর ২০২৫-২০২৬ বর্ষের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর, ২০২৫) সন্ধ্যায় ক্লাবের সকল সদস্যের উপস্থিতিতে কণ্ঠ ভোটের মাধ্যমে ১৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।
এশিয়ান টিভির সাংবাদিক আরিফ মৃধা সভাপতি এবং দৈনিক মুক্ত খবরের আব্দুল হামিদ খান সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
শনিবার সন্ধ্যা ৭:৩০ মিনিটে বোর্ডবাজারস্থ ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক জরুরি সাধারণ সভার মাধ্যমে এই কমিটি গঠন করা হয়। কার্যনির্বাহী সদস্য মামুন সরকারের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন আব্দুল হামিদ খান।
নবগঠিত ১৩ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যরা হলেন: সহ-সভাপতি মো. আশরাফুল আলম মন্ডল, যুগ্ম সম্পাদক মো. আনিসুল ইসলাম (প্রাইম টিভি, গাজীপুর জেলা প্রতিনিধি), সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম (দৈনিক নতুন দিন, জেলা প্রতিনিধি), অর্থ সম্পাদক মো. নজরুল ইসলাম (দৈনিক নববানী, মহানগর প্রতিনিধি), দপ্তর সম্পাদক মাজনুন মাসুদ (দৈনিক পল্লী বাংলা), মহিলা বিষয়ক সম্পাদিকা সাবরিনা জাহান ময়না (দৈনিক আলোকিত প্রতিদিন) এবং সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. জাকির হোসেন জিয়া (দৈনিক আলোর জগত)।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. মাহবুবুল হক মাহবুব (এটিএন নিউজ), এম আর নাসির উদ্দিন (দৈনিক যুগান্তর), মো. আব্দুল্লাহ আল মামুন (দৈনিক সমাচার) এবং মো. সেলিম হোসেন (বাংলা নিউজ টিভি)।
নবনির্বাচিত সভাপতি আরিফ মৃধা প্রতিক্রিয়ায় বলেন, "সকলের আস্থা ও সমর্থনে আমরা এই নতুন দায়িত্ব গ্রহণ করলাম। গাছা প্রেসক্লাবকে সাংবাদিকতার মানোন্নয়ন, পেশাগত সুরক্ষা এবং সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখার একটি কার্যকর প্লাটফর্ম হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য।"
সাধারণ সম্পাদক আব্দুল হামিদ খান বলেন, "এই কমিটি গঠন প্রক্রিয়ায় ক্লাবের সংখ্যাগরিষ্ঠ সদস্যের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে গাছা এলাকার সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ। আমরা সম্মিলিতভাবে কাজ করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সাংবাদিকদের অধিকার রক্ষায় সর্বোচ্চ প্রচেষ্টা চালাব।"
কমিটির সদস্যরা আশা প্রকাশ করেন যে, নতুন এই নেতৃত্ব গাছা এলাকায় কর্মরত সাংবাদিকদের মধ্যে সু-সম্পর্ক বজায় রেখে ক্লাবের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে। নবগঠিত এই কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।