
সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের অভিযোগে গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার বাদী হয়ে ৫০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেছেন। রোববার (২৬ অক্টোবর) দুপুরে তিনি গাজীপুর মহানগর ম্যাজিস্ট্রেট আদালত -৫ এ মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক রাকিবুল ইসলাম মামলাটি আমলে নিয়ে কাশিমপুর থানা পুলিশকে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আদেশ দিয়েছেন।
আদালতে শওকত হোসেন সরকার বলেন, তার রাজনৈতিক সাফল্য ও জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে তাকে 'চাঁদাবাজ' উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। তিনি অভিযোগ করেন, তার ছেলের গাড়ির শো রুম থেকে গাড়ি কেনার টাকা লেনদেনের একটি বিষয় অভিযুক্ত আফজাল হোসেন গোপনে ভিডিও ধারণ করেন এবং তার ফেসবুক আইডি থেকে ভিডিওটি প্রচার করে তাকে চাঁদাবাজ হিসেবে আখ্যায়িত করেন।
ষড়যন্ত্রকারীদের এই হীন অপপ্রচারের কারণে মানহানি হওয়ায় তিনি আদালতে ৫০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেছেন এবং আদালতের মাধ্যমে ন্যায়বিচার পাবেন বলে আশা প্রকাশ করেন।
পরে গাজীপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শওকত হোসেন সরকার বলেন, তার রাজনৈতিক প্রতিপক্ষ কুৎসা রটনার অংশ হিসেবে আফজাল হোসেন, শহীদুল ইসলাম স্বপনসহ অন্যান্য ষড়যন্ত্রকারীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে।
তিনি চাঁদাবাজির অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা উল্লেখ করে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি যাতে প্রার্থী হতে না পারেন, সেজন্যই এই অপপ্রচার চালানো হচ্ছে। এছাড়া তার বিরুদ্ধে আনা জমি দখলসহ অন্যান্য অভিযোগও মিথ্যা বলে দাবি করেন তিনি।
শওকত হোসেন সরকারের আইনজীবী আব্দুস সালাম জানান, তার মক্কেল আদালতে ন্যায়বিচার পাওয়ার আশায় ৫০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেছেন। মামলায় অভিযুক্ত আফজাল হোসেনসহ দুইজনকে আসামি করা হয়েছে। আদালত কাশিমপুর থানা পুলিশকে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আদেশ দিয়েছেন।