প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৪, ২০২৫, ৬:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১, ২০২৫, ৩:১৮ অপরাহ্ণ
 বিলাইছড়িতে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন 
  
    
    
    
আজ ০১ নভেম্বর ২০২৫, শনিবার, রাঙামাটির বিলাইছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে র্যালী, পতাকা উত্তোলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকাল ১০টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা সমবায় অফিস পরিদর্শক মিসেস লোচনা চাকমা। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সভাপতি মোঃ রেজাউল করিম, বিলাইছড়ি ইউপি প্যানেল চেয়ারম্যান জ্যোতিময় চাকমা।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিলাইছড়ি থানার প্রতিনিধি এসআই মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা সমবায় সমিতির স্টাফবৃন্দ, বিলাইছড়ি বাজার সমিতির সহ-সভাপতি প্রদীপ দাশ, কেরনছড়ি মৌজার হেডম্যান সুনিক জ্যোতি চাকমা, স্থানীয় পাহাড়ি-বাঙালি গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকবৃন্দ। সব মিলিয়ে প্রায় ৩৫-৪০ জন এই অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা সমবায়ের গুরুত্ব ও এর মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোকপাত করেন।
 
    
        
             All rights reserved © 2017-2024 www.banglanewstv.net / Give any information E-mail: banglanewstv17@gmail.com