প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৩, ২০২৫, ৭:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২, ২০২৫, ৯:১৪ অপরাহ্ণ
বিশ্বনাথে ‘সিএস ক্যাফে’র উদ্বোধন

সিলেটের বিশ্বনাথ পৌর শহরের কারিকোনা বিশ্বনাথ সরকারি কলেজ সংলগ্ন এলাকায় 'সিএস ক্যাফে (CS Cafe)' হোটেলের জমকালো আয়োজনে শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (০১ নভেম্বর) সন্ধ্যায় সিএস ক্যাফে'র নিজস্ব ভবনে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে ফিতা কেটে এই হোটেলের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সোহেল আহমদ চৌধুরী ।
বিশ্বনাথ সরকারি কলেজের অধ্যক্ষ মানিক মিয়ার সভাপতিত্বে ও বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং সিএস ক্যাফে (CS Cafe) এর সত্ত্বাধিকারী মোহাম্মদ আলী শিপনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সোহেল আহমদ চৌধুরী।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিশ্বনাথ সরকারি কলেজের প্রভাষক রুকনুজ্জামান। এছাড়া পূর্ব কারিকোনা জামে মসজিদের ইমাম ক্বারী হারিছ উদ্দিন হেলালী দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সাংবাদিক ইউনিয়নের আহবায়ক মশিউর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আব্বাস হোসেন এমরান, বিশ্বনাথ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ নুর উদ্দিন, সদস্য নুরুল ইসলাম, আবুল কাশেম, আব্দুস সালাম মুন্না, প্রাথমিক সদস্য সুজিত দেব, শিক্ষানবিস মোস্তাক আহমদ মস্তফা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজকর্মী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
All rights reserved © 2017-2024 www.banglanewstv.net / Give any information E-mail: banglanewstv17@gmail.com