
রাঙামাটির কাপ্তাই উপজেলার চিৎমরম কেয়াংঘাটে অবস্থিত শতবর্ষী ঐতিহ্যবাহী চিংম্রং বৌদ্ধ বিহারের নির্মাণাধীন তোরণের ভিত্তিপ্রস্তর আনুষ্ঠানিকভাবে স্থাপন করা হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) সকাল সাড়ে ৯টায় লিচুবাগান-কাপ্তাই সড়ক সংলগ্ন চিংম্রং বড় কিয়াংঘাটে এই মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিহারের পূজনীয় ভিক্ষু সংঘ বিশেষ মঙ্গলসূত্র পাঠের মাধ্যমে তোরণ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় উপস্থিত দায়ক-দায়িকাদের মাঝে এক উৎসবমুখর ও ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে বিহার পরিচালনা কমিটির পক্ষ থেকে মংসুইপ্রু মারমা, ক্যওজমং চৌধুরী, উথোয়াই মং মারমা, মংসুইউ মারমা, পাসুইউ মারমা ও চচা অং মারমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ১৯২৫ সালে প্রতিষ্ঠিত এই বিহারটি পার্বত্য চট্টগ্রামের অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ বৌদ্ধ ধর্মীয় শিক্ষা ও সংস্কৃতি কেন্দ্র হিসেবে পরিচিত। দায়ক মংসুইপ্রু মারমা জানান, এই দৃষ্টিনন্দন তোরণ নির্মাণে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সমাজের সকল স্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, যা সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপযুক্ত প্রবেশদ্বার বা তোরণ না থাকায় দীর্ঘকাল ধরে দূর-দূরান্ত থেকে আসা পুণ্যার্থী ও পর্যটকরা বিহারের মূল প্রবেশপথ খুঁজে পেতে ভোগান্তির শিকার হতেন। ঐতিহ্যবাহী এই বিহারের জৌলুস ও পরিচিতি বৃদ্ধিতে এই তোরণ নির্মাণ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তোরণটি সম্পন্ন হলে পুণ্যার্থীদের দীর্ঘদিনের যাতায়াত সমস্যার সমাধান হবে এবং কাপ্তাইয়ের ধর্মীয় পর্যটন শিল্পে নতুন মাত্রা যোগ হবে বলে আশা প্রকাশ করেছেন বিহার কর্তৃপক্ষ ও স্থানীয় সচেতন মহল।
