
প্রেম, বিশ্বাস আর অটুট ভালোবাসার বন্ধনে ১৭ বছর পূর্ণ করলেন গাজীপুরের টংগীর মাজুখান এলাকার আকাশ এবং লুবনা আক্তার দম্পতি। ২০০৮ সালের ২৬শে ডিসেম্বর তাঁদের চার হাত এক হয়েছিল। দেখতে দেখতে এই দীর্ঘ পথচলায় তাঁরা শুধু একে অপরের সঙ্গীই নন, হয়ে উঠেছেন এক সুগঠিত ও সুখী পরিবারের স্তম্ভ।
তাঁদের এই ১৭ বছরের পথচলা আরও আলোকিত হয়েছে তিন সন্তানের আগমনে। জ্যেষ্ঠ কন্যা সানজিদা ইসলাম সোহানা, যার বয়স এখন ১১ বছর, বাবা-মায়ের প্রতিচ্ছবি নিয়ে বেড়ে উঠছে। তার ছোট ৯ বছর বয়সী মেজো কন্যা জাকিয়া জাহান অহনা এবং পরিবারের কনিষ্ঠ সদস্য, ৬ বছর বয়সী ছেলে মাহাদী হাসান সাবিদ, এই দম্পতির জীবনকে আরও প্রাণবন্ত করে তুলেছে।
পেশাগত জীবনে আকাশ একজন ব্যবসায়ী এবং লুবনা আক্তার একজন – নারী উদ্যোক্তা। কর্মব্যস্ততা ও পারিবারিক দায়িত্ব পালনের পাশাপাশি তাঁরা সব সময় একে অপরের অনুপ্রেরণা হিসেবে পাশে থেকেছেন। তাঁদের এই ১৭তম বিবাহবার্ষিকী পরিবার ও আত্মীয়-স্বজনের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে।
এই শুভ দিনে, আকাশের প্রতি লুবনা আক্তারের বার্তা ছিল – “সুখে-দুঃখে সবসময় পাশে থাকার জন্য ধন্যবাদ। আমাদের এই সুন্দর পথচলা যেন বাকি জীবনও একই রকম থাকে।” অন্যদিকে, আকাশ তাঁর স্ত্রীকে উদ্দেশ করে বলেন – “লুবনা আমার জীবনে আসার পর থেকেই আমার জীবন পরিপূর্ণ। তুমি আমার জীবনের সবচেয়ে বড় উপহার।”
তিন সন্তানের সাথে হাসিখুশি এই দম্পতি আগামী দিনগুলোতেও একে অপরের হাতে হাত রেখে একই পথ চলার অঙ্গীকার করেছেন।
