
এসভিজি স্থানীয়করণ কার্যক্রমকে আরও টেকসই ও জনমুখী করার লক্ষ্যে রাঙামাটির কাপ্তাই উপজেলায় এক উচ্চপর্যায়ের মতবিনিময় সভা ও পাড়া পরিভ্রমণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সদস্য (সাধারণ অর্থনীতি বিভাগ) ও সচিব ড. মনজুর হোসেনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে সংশ্লিষ্ট প্রতিনিধিগণ দুর্গম পাহাড়ি পাড়া পরিভ্রমণ, পাড়াকেন্দ্র পরিদর্শন এবং সরাসরি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন। সভাপতির বক্তব্যে ড. মনজুর হোসেন বলেন যে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ ও বাস্তব অভিজ্ঞতা অত্যন্ত জরুরি এবং মাঠপর্যায়ের প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই আগামী দিনের উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করা হবে। সভায় পরিকল্পনা কমিশনের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উচ্চপদস্থ প্রতিনিধি এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা কমিশনের যুগ্ম সচিব মোহাম্মদ সিদ্দিকুর রহমান, ড. এস. এম. যোবায়দুল কবির, উপসচিব মোহাম্মদ যুবায়ের এবং সচিব মহোদয়ের একান্ত সচিব মোহাম্মদ সাকিল আল রাব্বি। এছাড়া পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ ছালেহ আহাম্মদ এবং কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিনসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে যোগ দেন। সভায় মিতিংগাছড়ি পাড়ার সার্বিক আর্থসামাজিক অবস্থা ও অবকাঠামোগত চাহিদা নিয়ে একটি বিস্তারিত পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। সভা শেষে ডিপিডি প্রতিনিধি মংছে লাইন রাখাইন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের উপস্থিতিতে অতিথিবৃন্দ সরজমিনে পাড়া পরিদর্শন করেন এবং স্থানীয়দের সমস্যার কথা শোনেন। অংশগ্রহণকারীরা এসভিজি স্থানীয়করণ কার্যক্রমকে সফল করতে সমন্বিত উদ্যোগ ও তৃণমূলের সঙ্গে সংযোগ বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
