
বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে নিজের নাচের ছন্দে গ্যালারি মাতালেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। গত শুক্রবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে অত্যন্ত স্টাইলিশ ও সাহসী লুকে মঞ্চে হাজির হন তিনি। রূপালি চুমকি বসানো টপস, নিয়ন রঙের প্যান্ট, গলায় ভারী নেকলেস এবং পায়ে স্নিকার বুট—তিশার এই বৈচিত্র্যময় সাজপোশাক গ্যালারিতে উপস্থিত দর্শকদের পাশাপাশি নজর কেড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের অনুসারীদেরও।
অনুষ্ঠানের ফাঁকে তোলা তিশার বিশেষ ১০টি ছবি গতকাল তাঁর ভেরিফায়েড ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করা হয়। ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘আবার এলো বিপিএল’। পোস্ট করার মাত্র ১৫ ঘণ্টার ব্যবধানে ছবিগুলোতে ১৩ হাজারেরও বেশি ‘রিঅ্যাক্ট’ এবং শত শত মন্তব্য জমা পড়েছে। ভক্তরা তাঁর এই গ্ল্যামারাস লুকের ভূয়সী প্রশংসা করছেন। ফারহিন নামে এক অনুরাগী লিখেছেন, ‘আমার প্রিয় নায়িকাকে কী সুন্দর লাগছে’, আবার লক্ষ্মী খান নামে আরেকজন মন্তব্য করেছেন, ‘খুবই আকর্ষণীয় লাগছে।’
পারফরম্যান্স শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিশা নিজের উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘শো-টা অনেক ভালো হয়েছে। আমি নিজে এটি ভীষণভাবে উপভোগ করেছি।’ উল্লেখ্য, বর্তমানে তানজিন তিশা বড় পর্দার কাজেও ব্যস্ত সময় পার করছেন। ‘সোলজার’ নামক একটি বড় বাজেটের সিনেমায় তিনি ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন। ২০১৪ সালে রেদওয়ান রনি পরিচালিত ‘ইউটার্ন’ নাটকের মাধ্যমে অভিনয়ের জগতে পা রাখা এই তারকা গত এক দশকে ছোট পর্দা ও ওটিটি প্ল্যাটফর্মে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন।
