
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে ফরিদপুর-১ আসনে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে। ২৯ ডিসেম্বর সোমবার বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে মধুখালী উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রার্থীরা তাঁদের মনোনয়নপত্র জমা দেন। এই সংসদীয় আসনের মধুখালী অংশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম তাঁর মনোনয়নপত্রের অনুলিপি দাখিল করেছেন। একই দিনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডা. মো. ইলিয়াস মোল্লা এবং স্বতন্ত্র প্রার্থী মো. আবুল বাশার খান। মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা—এই তিনটি উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর-১ আসনের প্রার্থীরা নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নিজ নিজ উপজেলা থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ পেয়েছেন।
মধুখালী উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান সংবাদমাধ্যমকে জানান যে, তফসিল অনুযায়ী ২৯ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত অত্যন্ত সুষ্ঠু পরিবেশে মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে। নির্ধারিত সময়সীমার মধ্যে তাঁর কার্যালয়ে মোট দুইজন প্রার্থী মূল মনোনয়নপত্র দাখিল করেছেন এবং বিকেল পাঁচটার পর আর কোনো আবেদন গ্রহণ করা হয়নি। শেষ দিনে প্রার্থীদের এই মনোনয়নপত্র জমা দানকে কেন্দ্র করে উপজেলা চত্বরে রাজনৈতিক নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নির্বাচনকে ঘিরে এলাকায় এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এবং বড় দলগুলোর প্রার্থী চূড়ান্ত হওয়ায় সাধারণ ভোটারদের মধ্যেও ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
