

আগামীকাল ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য সুনামগঞ্জ জেলা ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফএ) কার্যনির্বাহী পরিষদ ২০২৫-এর নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে। মহামান্য হাইকোর্ট ডিভিশনের একটি রিট পিটিশনের নির্দেশনার প্রেক্ষিতে আজ সোমবার (২৯ ডিসেম্বর) জেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
জেলা প্রশাসকের কার্যালয়, সুনামগঞ্জের সাধারণ শাখা থেকে প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রিট পিটিশন নং- ২২২৬২/২০২৫ এর আদেশের আলোকে এই স্থগিতাদেশ প্রদান করা হয়েছে। সুনামগঞ্জ জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের নির্বাচন-২০২৫ এর প্রধান নির্বাচন কমিশনার এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গোলাম সাকিব খান স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
হঠাৎ করে নির্বাচন স্থগিত হওয়ায় ফুটবল সংশ্লিষ্ট ও জেলা ক্রীড়াঙ্গনের নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এর আগে জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের নির্বাচনকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছিল। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নির্বাচন স্থগিত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত পুনরায় নির্বাচনের তারিখ ঘোষণার চেষ্টা করা হবে বলে জানা গেছে।
