
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নেমেছে রাজধানী ঢাকায়। বুধবার (৩১ ডিসেম্বর) মানিক মিয়া অ্যাভিনিউ ও সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন এলাকায় কয়েক লক্ষ মানুষের সমাগমে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
দুপুর ৩টায় মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা অনুষ্ঠিত হলেও, সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে স্রোতের মতো মানুষ আসতে শুরু করেন। দুপুরের আগেই পুরো এলাকা জনসমুদ্রে রূপ নেয়। তিল ধারণের ঠাঁই ছিল না মানিক মিয়া অ্যাভিনিউ, সংসদ প্লাজার দক্ষিণ পাশ এবং এর আশেপাশের সড়কগুলোতে।
জানাজায় অংশ নিতে আসা মানুষের ভিড় ছিল উপচে পড়া। মূল ভেন্যুতে জায়গা পেতে অনেককে পুলিশের দেওয়া নিরাপত্তা ব্যারিকেড ডিঙিয়ে এবং জীবনের ঝুঁকি নিয়ে দেয়াল টপকে ভেতরে প্রবেশ করতে দেখা গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা বেষ্টনীও যেন এই জনস্রোতের কাছে হার মেনেছিল।
সরেজমিনে দেখা যায়, জানাজায় অংশ নিতে আসা নেতাকর্মী ও সাধারণ মানুষের হাতে ছিল জাতীয় পতাকা ও দলীয় পতাকা। শোকের আবহে অনেকের হাতে দেখা গেছে কালো পতাকাও। প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে আসা লাখো মানুষের চোখে-মুখে ছিল শোকের ছায়া।
জানাজা শেষেও দীর্ঘ সময় ধরে রাস্তায় কয়েক লক্ষ লোকের অবস্থান দেখা যায়। ভিড়ের কারণে আশেপাশের সড়কগুলোতে যান চলাচল স্থবির হয়ে পড়ে। জানাজায় ইমামতি করেন বায়তুল মোকাররমের খতিব।
জানাজাপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে দলের শীর্ষ নেতারা বেগম খালেদা জিয়ার কর্মময় জীবন ও দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদানের কথা স্মরণ করেন। লাখো মানুষের আমিন-আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো মানিক মিয়া অ্যাভিনিউ এলাকা।
