
রাজধানীর মিরপুরের রূপনগরে মনিপুর উচ্চ বিদ্যালয়ের (রূপনগর শাখা) ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আব্দুর রহমান (রিয়াদ) আজ সকাল থেকে নিখোঁজ রয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) সকাল আনুমানিক ১১টার দিকে বিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হলেও সে আর ফিরে আসেনি। পারিবারিক সূত্রে জানা গেছে, রিয়াদ বাসা থেকে বের হয়ে যথাসময়ে স্কুলে পৌঁছায়নি এবং এরপর থেকেই তার মোবাইল ফোন বা অন্য কোনো মাধ্যমে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।
সন্তানের কোনো সন্ধান না পেয়ে পরিবার ও স্বজনরা সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি চালিয়ে যাচ্ছেন। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও রিয়াদের কোনো খোঁজ না মেলায় তার বাবা-মা ও স্বজনরা চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। কোনো সহৃদয় ব্যক্তি যদি আব্দুর রহমান (রিয়াদের) সন্ধান পেয়ে থাকেন অথবা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তবে নিকটস্থ থানায় অবগত করার পাশাপাশি পরিবারের দেওয়া যোগাযোগ নম্বরে (০১৬০২৯৯৫০২৬, ০১৬০৮০২৯৬১১, ০১৯৬৩০৯৮৪২৮) জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। আপনার একটি ছোট তথ্য ফিরিয়ে দিতে পারে একটি অসহায় পরিবারের হাসি।
