সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
গণভোট ও জাতীয় নির্বাচন ঘিরে কাপ্তাইয়ে সচেতনতা: ভোটার উদ্বুদ্ধকরণে প্রশাসনের বিশেষ ‘ভোটালাপ’ বগুড়ায় গুড়ে বিষাক্ত হাইড্রোজ ও চিনির সংমিশ্রণ: ১০ হাজার টাকা জরিমানা ও ভেজাল গুড় ধ্বংস নির্বাচনী প্রস্তুতিতে কেপিএম-এর বড় সাফল্য: নির্ধারিত সময়ের আগেই ব্যালট পেপারের কাগজ সরবরাহ সম্পন্ন বাণিজ্য মেলা প্রাঙ্গণ থেকে তিন শিশু উদ্ধার: ঠাঁই হলো সমাজসেবা অধিদপ্তরের হেফাজতে রূপগঞ্জে বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও শীতার্তদের মাঝে বস্ত্র বিতরণ সীমান্তে উত্তাপ: মিয়ানমারের গু/লিতে বাংলাদেশি কিশোরী নি/হ/ত, টেকনাফে সড়ক অবরোধ বান্দরবানে ইসলামী শিক্ষা কেন্দ্র মাদ্রাসার ৩১তম বার্ষিক মাহফিল সম্পন্ন: ৫ হাফেজকে দস্তারবন্দী প্রদান নওগাঁয় বিএনপি ও জমিয়তে উলামায়ে ইসলামের নির্বাচনি সখ্য: জোটবদ্ধ লড়াইয়ের অঙ্গীকার তীব্র গ্যাস সংকটে কাপ্তাইয়ে হাহাকার: রান্নাবান্না বন্ধ, থমকে গেছে জনজীবন ও ব্যবসা সিঙ্গাইরে ফুটবলের মহোৎসব: শীতকালীন টুর্নামেন্টের উদ্বোধন করলেন জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া নির্বাচন ঘিরে বান্দরবানে নিশ্ছিদ্র নিরাপত্তা: রেইছা চেকপোস্টে পুলিশের ব্লক রেইড ও বিশেষ তল্লাশি কাপ্তাইয়ে জামায়াতে ইসলামীর নির্বাচনী পর্যালোচনা সভা: ভোটাধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সিরাজগঞ্জে সার সিন্ডিকেটের দৌরাত্ম্য: কৃত্রিম সংকটে দিশেহারা প্রান্তিক কৃষক ধুনটে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় গোসাইবাড়ী ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল চিংম্রং বৌদ্ধ বিহারে ষষ্ঠ মহাসংঘনায়কের ১২তম গুরুপূজা অনুষ্ঠিত: শান্তি ও সম্প্রীতির প্রার্থনা গণভোট ও জাতীয় নির্বাচন ঘিরে কাপ্তাইয়ে ব্যাপক প্রস্তুতি: ভোটারদের সচেতন করতে ‘ভোটালাপ’ গাজীপুরে অসাধু চক্রের কবলে ফসলি জমি: মাটি খেকোদের থাবায় বিপন্ন কৃষি খাত বাণিজ্য মেলায় আবাসন হাহাকার: ৫ গুণ বেশি ভাড়ায় নাজেহাল ব্যবসায়ী ও বিক্রয় প্রতিনিধিরা সিরাজগঞ্জে তারেক রহমানের সফর ঘিরে উচ্ছ্বাস: বিসিক শিল্প পার্ক পরিদর্শন করলেন টুকু রাষ্ট্রীয় সম্মাননা পেলেন প্রবাসী বদরুল মোক্তাকীন চৌধুরী: বুরুঙ্গায় আনন্দ সভা

২০২৫ সালে সড়কে ঝরল ৯,১১১ প্রাণ, আর্থিক ক্ষতি ৬০ হাজার কোটি টাকা

বিদায়ী ২০২৫ সালে সারা দেশে ৬ হাজার ৭২৯টি সড়ক দুর্ঘটনায় ৯ হাজার ১১১ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ হাজার ৮১২ জন। ভয়াবহ এসব দুর্ঘটনায় বছরে জাতীয় অর্থনীতির আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৬০ হাজার কোটি টাকার বেশি।

​রোববার (৪ জানুয়ারি) সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এই প্রতিবেদন তুলে ধরেন। দেশের গণমাধ্যমে প্রকাশিত সংবাদ মনিটরিং করে প্রতিবছরের ন্যায় এবারও এই প্রতিবেদন তৈরি করেছে সংগঠনটি।

প্রতিবেদনে বলা হয়, সড়ক, রেল ও নৌ-পথে সর্বমোট ৭ হাজার ৩৬৯টি দুর্ঘটনায় ৯ হাজার ৭৫৪ জন নিহত এবং ১৫ হাজার ৯৬ জন আহত হয়েছেন। এর মধ্যে রেলপথে ৫১৩টি দুর্ঘটনায় ৪৮৫ জন নিহত ও ১৪৫ জন আহত হয়েছেন। নৌ-পথে ১২৭টি দুর্ঘটনায় ১৫৮ জন নিহত, ১৩৯ জন আহত এবং ৩৮ জন নিখোঁজ রয়েছেন।

২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে সড়কে দুর্ঘটনা ও প্রাণহানি—উভয়ই বেড়েছে। পরিসংখ্যান বলছে, বিদায়ী বছরে সড়ক দুর্ঘটনা ৬.৯৪ শতাংশ, নিহতের হার ৫.৭৯ শতাংশ এবং আহতের হার ১৪.৮৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

দেখা যায়, মোটরসাইকেল দুর্ঘটনার হার ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। বছরে ২ হাজার ৪৯৩টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২ হাজার ৯৮৩ জন নিহত ও ২ হাজার ২১৯ জন আহত হয়েছেন। যা মোট দুর্ঘটনার ৩৭.০৪ শতাংশ, নিহতের ৩৮.৪৬ শতাংশ ও আহতের ১৪.৯৮ শতাংশ।

সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন ১ হাজার ৫৫৭ জন চালক, ১ হাজার ১৪৬ জন পথচারী, ৬৩৩ জন শিক্ষার্থী, ৫৪৬ জন শিশু এবং ৪১৫ জন নারী। এছাড়াও ৩৫ জন পুলিশ সদস্য, ২০ জন সেনা সদস্য, ১০ জন বীর মুক্তিযোদ্ধা, ১৪ জন সাংবাদিক, ১২২ জন শিক্ষক, ৯ জন প্রকৌশলী, ৫ জন আইনজীবী এবং বিভিন্ন রাজনৈতিক দলের ১০৩ জন নেতাকর্মী নিহত হয়েছেন।

পর্যবেক্ষণে দেখা গেছে, মোট দুর্ঘটনার ৩৮.২২ শতাংশ জাতীয় মহাসড়কে, ২৭.১৩ শতাংশ আঞ্চলিক মহাসড়কে এবং ২৮.৮৩ শতাংশ ফিডার রোডে সংঘটিত হয়েছে। দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে বেপরোয়া গতি, বিপজ্জনক ওভারটেকিং, ফিটনেসবিহীন যানবাহন, অদক্ষ চালক, চলন্ত অবস্থায় মোবাইল ফোনের ব্যবহার এবং ট্রাফিক আইন অমান্য করার বিষয়গুলো উঠে এসেছে।

সংবাদ সম্মেলনে মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘ক্ষমতার পালাবদল হলেও সড়কের নীতি পরিবর্তন না হওয়ায় সড়কে দুর্ঘটনা ও মানুষের যাতায়াতের ভোগান্তি আরও বেড়েছে। যানজট ও চাঁদাবাজি বৃদ্ধির কারণে পণ্য ও যাত্রী পরিবহনের ভাড়া আরেক দফা বেড়েছে।’

​তিনি আরও বলেন, ‘এহেন ভয়াবহ দুর্ঘটনায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে জাতীয় নির্বাচনে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে সড়ক নিরাপত্তা ও উন্নত গণপরিবহনের অঙ্গীকার থাকা জরুরি।’

সড়ক দুর্ঘটনা রোধে যাত্রী কল্যাণ সমিতি বেশ কিছু সুপারিশ পেশ করেছে। এর মধ্যে রয়েছে—রাজনৈতিক দলের ইশতেহারে পরিবহন খাত সংস্কারের বিষয় অন্তর্ভুক্ত করা, সড়ক নিরাপত্তায় বাজেট বৃদ্ধি, ক্ষতিপূরণ তহবিল থেকে দ্রুত সহায়তা প্রদান, চালকদের উন্নত প্রশিক্ষণ, এবং ঢাকাসহ নগরীগুলোতে আধুনিক প্রযুক্তিনির্ভর গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page আমাদের পেজ লাইক করুন
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com