
চাঁদাবাজি, মামলা-বাণিজ্য ও প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ আত্মসাতের গুরুতর অভিযোগে গ্রেফতার হওয়া জুলাই গণঅভ্যুত্থানের সক্রিয়কর্মী তাহরিমা জান্নাত সুরভীর জামিন মঞ্জুর করেছেন আদালত। সোমবার (৫ জানুয়ারি) বিকেলে গাজীপুরের অতিরিক্ত জেলা দায়রা জজ-১ এর বিচারক অমিত কুমার দে দীর্ঘ শুনানি শেষে তার এই জামিন আদেশ প্রদান করেন। এর আগে একইদিন দুপুরে গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাহরিমা জান্নাতকে দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছিলেন। তবে বিকেলেই উচ্চতর আদালত থেকে জামিন পাওয়ায় তার কারামুক্তির পথ সুগম হলো।
তাহরিমা সুরভীকে রিমান্ডে নেয়ার নির্দেশের প্রতিবাদে সকাল থেকেই আদালত প্রাঙ্গণে উত্তেজনা বিরাজ করছিল। রিমান্ডের খবর ছড়িয়ে পড়লে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা আদালত প্রাঙ্গণে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় তাহরিমার পক্ষের আইনজীবী আসাদুজ্জামান দাবি করেন, জুলাই আন্দোলনে সম্মুখসারিতে থাকা তাহরিমা জান্নাতের বিরুদ্ধে আনা সকল অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তবে আদালত সকল নথিপত্র পর্যালোচনা করেই জামিনের এই সিদ্ধান্ত নিয়েছেন বলে তিনি উল্লেখ করেন। উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর চাঁদাবাজি ও প্রতারণার সুনির্দিষ্ট অভিযোগে টঙ্গীর নিজ বাসা থেকে তাহরিমাকে গ্রেফতার করেছিল পুলিশ। বৈষম্য বিরোধী আন্দোলনে তার ভূমিকা থাকলেও ব্যক্তিগত অপরাধের অভিযোগে এই গ্রেফতারি নিয়ে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে বেশ আলোচনার সৃষ্টি হয়।
