
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী এবং এনসিপি থেকে সদ্য পদত্যাগ করা ডা. তাসনিম জারা তাঁর মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন। আজ সোমবার (৫ জানুয়ারি) বিকেলে তিনি রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে এই আবেদন জমা দেন। এর আগে, গত ৩ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা বিভিন্ন ত্রুটি ও আইনি জটিলতার কারণ দেখিয়ে তাসনিম জারার মনোনয়ন বাতিল ঘোষণা করেছিলেন। রিটার্নিং কর্মকর্তার সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে প্রার্থিতা ফিরে পেতে আজ ইসির দ্বারস্থ হলেন এই আলোচিত প্রার্থী।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধ প্রার্থীদের আপিল কার্যক্রম আজ সোমবার থেকেই শুরু হয়েছে। প্রার্থীদের সুবিধার্থে নির্বাচন ভবনে অঞ্চলভিত্তিক মোট ১০টি বিশেষ বুথ স্থাপন করা হয়েছে। আগামী ৯ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত প্রার্থী নিজে কিংবা তাঁর মনোনীত প্রতিনিধি, সংশ্লিষ্ট ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান এবং সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো লিখিতভাবে আপিল দায়ের করার সুযোগ পাবেন। ডা. তাসনিম জারা আপিল জমা দিয়ে গণমাধ্যমকে জানান, তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আশা করছেন নির্বাচন কমিশনে ন্যায়বিচার পাবেন। এখন দেখার বিষয়, আপিল শুনানি শেষে তিনি আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পান কি না।
