
বিগত সময়ের নির্বাচনগুলোতে শুধু নির্বাচন কমিশন নয়, বরং প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীসহ রাষ্ট্রের প্রায় প্রতিটি প্রতিষ্ঠানই প্রশ্নবিদ্ধ ও কলঙ্কিত হয়েছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার আবুল ফজল মো. সানাউল্লাহ (অব.)। সোমবার (৫ জানুয়ারি) সকালে বান্দরবান জেলা পুলিশ লাইন্সে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় তিনি এই কঠোর মন্তব্য করেন। নির্বাচন কমিশনার বলেন, দেশে প্রকৃত গণতন্ত্রের অনুপস্থিতি ও দুর্বল নির্বাচন ব্যবস্থাই ছিল জুলাই আন্দোলনের অন্যতম প্রধান পটভূমি। এই ঐতিহাসিক বাস্তবতাকে সঠিকভাবে অনুধাবন করতে পারলে ভবিষ্যতে বাংলাদেশে আর এমন সংকটের পুনরাবৃত্তি ঘটবে না বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও উল্লেখ করেন যে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেবল একটি সাধারণ সাংবিধানিক প্রক্রিয়া নয়; বরং এটি দেশের গণতান্ত্রিক উত্তরণ এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর হারিয়ে যাওয়া বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধারের এক বিশাল সুযোগ। বিগত নির্বাচনগুলোতে নির্বাচন কমিশনের পাশাপাশি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর বিতর্কিত ভূমিকা জনমনে যে গভীর প্রশ্নের জন্ম দিয়েছে, তা নিরসন করা এখন সময়ের দাবি। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করে কমিশনার সানাউল্লাহ বলেন, পুলিশ যেহেতু সার্বক্ষণিক দায়িত্ব পালন করে, তাই অন্যান্য বাহিনীকে পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে। একইসাথে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন তিনি।
আইনশৃঙ্খলা বাহিনীর সার্বিক প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি জানান, সংশ্লিষ্ট বাহিনীগুলো ইতোমধ্যে প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ করেছে। এখন থেকেই সবাইকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যেন কোনো অবস্থাতেই নির্বাচনের স্বচ্ছতা নষ্ট না হয়। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মর্যাদা ফিরিয়ে আনতে এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে আসন্ন নির্বাচনে নিরপেক্ষ ও কঠোর অবস্থান বজায় রাখার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
