
দেশীয় কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসারের লক্ষ্যে রাজধানীর উত্তরায় শুরু হয়েছে ১০ দিনব্যাপী ‘বিসিক পৌষমেলা’। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) উদ্যোগে আয়োজিত এই মেলায় হস্ত ও কারুপণ্যসহ দেশীয় ঐতিহ্যের নানা পণ্যের পসরা সাজানো হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর আড়াইলটায় উত্তরার বিসিক ট্রেনিং ইনস্টিটিউট চত্বরে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করা হয়। মেলা চলবে আগামী ১৭ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা প্রাঙ্গণ সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মোঃ ওবায়দুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিক ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ড. মোঃ ফরহাদ আহম্মেদ এবং ডেপুটি জেনারেল ম্যানেজার মোফাজ্জল হোসেন। এছাড়াও বিসিকের পরিচালকসহ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে শিল্প সচিব মোঃ ওবায়দুর রহমান বলেন, “ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে বিসিক নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ ধরনের মেলা শুধুমাত্র পণ্য প্রদর্শনী নয়, বরং এটি উদ্যোক্তাদের পণ্য বাজারজাতকরণে সরাসরি সহায়তা করে। পাশাপাশি দেশীয় শিল্প ও সংস্কৃতির বিকাশেও এ আয়োজন ইতিবাচক ভূমিকা রাখবে।”
মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতির প্রতিফলন ঘটাতে বিভিন্ন স্টলে সাজানো হয়েছে রকমারি পণ্য। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—হস্ত ও কারুপণ্য, নকশী কাঁথা ও পাটজাত পণ্য, মৃৎশিল্প ও শৌখিন সামগ্রী, ঐতিহ্যবাহী পিঠা-পুলি ও নানা ধরনের গ্রামীণ খাবার।
আয়োজকরা জানান, এই মেলা উদ্যোক্তা ও ভোক্তাদের মধ্যে সরাসরি সংযোগ স্থাপনের একটি চমৎকার মাধ্যম। যান্ত্রিক নগরজীবনে গ্রামীণ ঐতিহ্যের স্বাদ দিতে এবং দেশীয় পণ্যের প্রচার ও প্রসারে বিসিক পৌষমেলা দর্শনার্থীদের কাছে বিশেষ আকর্ষণ হয়ে উঠবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
