
সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলমের পক্ষ থেকে রাষ্ট্রীয় ‘প্রবাসী সম্মাননা ২০২৫’ এ ভূষিত হওয়ায় যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট সমাজসেবক বদরুল মোক্তাকীন চৌধুরীকে বুরুঙ্গা ইউনিয়নের পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের ডিজিটাল গাইড লাইন সেন্টারে এই উপলক্ষে এক আনন্দঘন শুভেচ্ছা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাবেক শিক্ষক আব্দুল বাছিতের সভাপতিত্বে এবং মাজহারুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ। বক্তারা তাঁদের বক্তব্যে প্রবাসীদের অবদানের স্বীকৃতিস্বরূপ জেলা প্রশাসকের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং সমাজসেবায় বদরুল মোক্তাকীন চৌধুরীর নিরলস প্রচেষ্টাকে নতুন প্রজন্মের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেন।
উল্লেখ্য, মানবকল্যাণ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে গত ২৭ ডিসেম্বর সিলেটের কবি নজরুল অডিটোরিয়ামে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়। বদরুল মোক্তাকীন চৌধুরী বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করায় তাঁর পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেন BCCC ট্রাস্টের পরিচালক রুমা আক্তার। প্রবাসে থেকেও নাড়ির টানে দেশের মানুষের পাশে থাকা এবং জনহিতকর কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রাখায় এলাকাবাসী তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিসিসিবি ট্রাস্টের কর্ণধার ও যুক্তরাষ্ট্র ল’ সোসাইটির আজীবন সদস্য এই গুণী ব্যক্তিত্বের উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামছুল আলম, প্রশিক্ষক শামিম আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা।
