
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাঙামাটির কাপ্তাই উপজেলার শিলছড়ি এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক গুরুত্বপূর্ণ নির্বাচনী পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) আয়োজিত এই সভায় আসন্ন নির্বাচনের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক প্রস্তুতি এবং ভোটারদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিস্তারিত কৌশলগত আলোচনা করা হয়। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি ও কাপ্তাই উপজেলা আমির হারুনুর রশিদ। এছাড়াও জেলা যুগ্ম সম্পাদকসহ স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ সভায় অংশগ্রহণ করেন। নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং গণতান্ত্রিক প্রক্রিয়া সচল রাখতে পাহাড়ের সকল জাতি-বর্ণ ও শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সভায় বক্তারা বলেন, জনগণের প্রকৃত ভোটাধিকার রক্ষা করা এখন সময়ের দাবি। এ লক্ষ্যে এলাকাভিত্তিক সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন এবং সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে গণসংযোগ জোরদার করার জন্য নেতা-কর্মীদের প্রতি নির্দেশনা দেওয়া হয়। সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ নির্বাচনের বিভিন্ন কৌশলগত দিক নিয়ে তাঁদের সুচিন্তিত মতামত প্রদান করেন। বক্তারা আরও উল্লেখ করেন যে, জাতীয় স্বার্থে কোনো ধরনের বিভেদ নয়, বরং সংহতির মাধ্যমেই একটি সুন্দর নির্বাচনী পরিবেশ গড়ে তোলা সম্ভব। সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এই সভাটি এলাকার রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে। জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী রাজপথে সক্রিয় ভূমিকা পালন করবে বলে সভায় অঙ্গীকার ব্যক্ত করা হয়।
