
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাইয়ে সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছে। নির্বাচনে সাধারণ ভোটার বিশেষ করে তরুণ ও নারী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে এবং তাঁদের ভোটাধিকার সম্পর্কে সচেতন করার লক্ষ্যে এক বিশেষ ‘ভোটালাপ’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের সাক্রাছড়ি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাইয়ের সহকারী রিটার্নিং অফিসার জনাব মো. রুহুল আমিন। তিনি তাঁর বক্তব্যে বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে ভোটারদের সচেতন অংশগ্রহণ অপরিহার্য। বিশেষ করে গণতন্ত্রকে শক্তিশালী করতে পাহাড়ের দুর্গম এলাকার তরুণ ও নারী ভোটারদের ভোটকেন্দ্রে এসে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে নির্বাচনী প্রক্রিয়া, ভোটকেন্দ্রে করণীয় এবং নির্বাচন ঘিরে যেকোনো ধরনের গুজব ও প্রলোভন থেকে দূরে থাকার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সহকারী রিটার্নিং অফিসার ভোটারদের আশ্বস্ত করে বলেন, শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিতে প্রশাসন কাজ করে যাচ্ছে। ভোটালাপে স্থানীয় শিক্ষার্থী, প্রথমবার ভোট দেবেন এমন তরুণ ভোটার এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে তাঁদের নানা প্রশ্নের উত্তর জেনে নেন। আয়োজকরা মনে করছেন, এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম ভোটারদের মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি করবে এবং জাতীয় নির্বাচনে ভোটারের উপস্থিতি বাড়িয়ে গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও বেগবান করবে।
