
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাইয়ে সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। নির্বাচনে সাধারণ ভোটার, বিশেষ করে নারী ও প্রথমবারের মতো ভোট দেবেন এমন তরুণ ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে উপজেলাজুড়ে বিশেষ ভোটার উদ্বুদ্ধকরণ কার্যক্রম শুরু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) সকালে কাপ্তাই ইউনিয়নের নতুন বাজার সংলগ্ন ঢাকাইয়া কলোনী এলাকায় কাপ্তাই সহকারী তথ্য অফিসারের উদ্যোগে লিফলেট বিতরণ ও ‘ভোটালাপ’ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই কর্মসূচির মাধ্যমে পাহাড়ি জনপদে গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করতে এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে।
ভোটালাপ চলাকালে সহকারী তথ্য অফিসার উপস্থিত ভোটারদের উদ্দেশে বলেন, একটি সমৃদ্ধ ও শক্তিশালী গণতন্ত্রের জন্য প্রতিটি নাগরিকের ভোটাধিকার প্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বিশেষ করে নারী ও তরুণ সমাজকে নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের নাগরিক দায়িত্ব পালনের আহ্বান জানান। অনুষ্ঠানে নির্বাচন প্রক্রিয়া, ব্যালট পেপারে সঠিক উপায়ে সিল প্রদান এবং প্রলোভন বা চাপের মুখে নতিস্বীকার না করে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে পরামর্শ দেওয়া হয়। স্থানীয় সাধারণ ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে এই কার্যক্রমে অংশ নেন এবং প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানান। উপস্থিত ভোটাররা মনে করছেন, প্রশাসনের এমন সরাসরি জনসংযোগ ও প্রচারণার ফলে ভোটকেন্দ্রে ভোটারের উপস্থিতি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে এবং একটি উৎসবমুখর নির্বাচনী পরিবেশ নিশ্চিত হবে।