
গাজীপুর মহানগরীর বাসন এলাকায় আইনের তোয়াক্কা না করে কৃষি জমির উপরিভাগের মাটি কেটে বিক্রির মহোৎসব শুরু হয়েছে। মহানগরীর ১৪ নং ওয়ার্ডের কালিপাড়া ও নেগিপাড়ার নামা এলাকার বিস্তীর্ণ ফসলি জমিতে ভেকু দিয়ে গভীর খাদ তৈরি করে মাটি লুটে নেওয়ার অভিযোগ উঠেছে রিপন মল্লিক, লুতফর ও আমজাদ নামের একদল অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে। সরেজমিনে দেখা গেছে, যে জমিতে একসময় সরিষা, লালশাক, বাঁধাকপি ও ধানের বাম্পার ফলন হতো, সেখানে এখন বড় বড় গর্ত। অসাধু ব্যবসায়ীদের প্রলোভনে পড়ে কিছু কৃষক মাটি বিক্রি করলেও, এর ফলে পার্শ্ববর্তী জমিগুলো ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে। ফলে বাধ্য হয়ে অন্য কৃষকেরাও তাদের জমি রক্ষা করতে না পেরে মাটি বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, গত কয়েক বছর ধরে নিয়মনীতির তোয়াক্কা না করেই অটোব্রিকস ও ইটভাটায় মাটির জোগান দিচ্ছে এই সিন্ডিকেট। মাটি কাটার ফলে তৈরি হওয়া গভীর খাদের কারণে চাষাবাদ যেমন কমছে, তেমনি নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। প্রশাসনের নীরবতার সুযোগ নিয়ে চলতি বছরেও নতুন উদ্যমে মাটি কাটার পাঁয়তারা করছে এই অসাধু চক্র। এলাকাবাসীর দাবি, এখনই কঠোর পদক্ষেপ না নিলে অচিরেই এই অঞ্চল থেকে কৃষি জমি বিলীন হয়ে যাবে। এ বিষয়ে গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মশিউর রহমান জানান, অনুমোদনহীনভাবে কৃষি জমি থেকে গভীর করে মাটি কাটা সম্পূর্ণ অবৈধ। এই ধ্বংসাত্মক কাজের সাথে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন।
