
পার্বত্য জনপদের অন্যতম তীর্থস্থান কাপ্তাইয়ের চিংম্রং বৌদ্ধ বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ষষ্ঠ মহাসংঘনায়ক পরম পূজনীয় ভদন্ত উঃ পামোক্ষা মাহাথের মহোদয়ের ১২তম আচারিয়া বা গুরুপূজা মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি ২০২৬ ইং / বুদ্ধাব্দ ২৫৬৯) দিনব্যাপী আয়োজিত এই পুণ্য অনুষ্ঠানে ভোরের আলো ফোটার সাথে সাথেই ভক্তদের ঢল নামে। পুষ্পাঞ্জলি অর্পণ, বুদ্ধ পূজা এবং গুরুবন্দনার মাধ্যমে ধর্মপ্রাণ পুণ্যার্থীরা পরম শ্রদ্ধায় তাঁদের আধ্যাত্মিক গুরুর প্রতি ভক্তি নিবেদন করেন। বিশ্বশান্তি, সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবকল্যাণের প্রার্থনায় মুখরিত হয়ে ওঠে বিহার প্রাঙ্গণ।
অনুষ্ঠানে উপস্থিত থেকে শ্রদ্ধা নিবেদন করেন কাপ্তাই উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক উথোয়াই মং মারমা। তিনি পরম পূজনীয় ভদন্ত উঃ পামোক্ষা মাহাথের মহোদয়ের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বলেন, পার্বত্য অঞ্চলের শান্তি ও সম্প্রীতি রক্ষায় মহাপ্রয়াণ প্রাপ্ত এই মহাসংঘনায়কের শিক্ষা আজও আমাদের প্রেরণা যোগায়। অনুষ্ঠানে বিহারের বর্তমান অধ্যক্ষসহ বিভিন্ন মঠের বৌদ্ধ ভিক্ষুসংঘ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। পূণ্যানুষ্ঠানে পঞ্চশীল গ্রহণ, ধর্মদেশনা এবং উপাসক-উপাসিকাদের মাঝে ছোয়াইং (অন্ন) প্রদানের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। উপস্থিত পুণ্যার্থীরা আশা প্রকাশ করেন, এই ধরণের ধর্মীয় আচার ঐতিহ্যগত মেলবন্ধনকে আরও সুদৃঢ় করবে।
