
সারাদেশের মতো কাপ্তাই উপজেলাজুড়ে চলছে তীব্র গ্যাস সংকট, যার ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন ও ক্ষুদ্র ব্যবসা। বাসাবাড়িতে দিনের পর দিন গ্যাস না থাকায় রান্নাবান্না প্রায় অসম্ভব হয়ে পড়েছে। অনেক পরিবার বাধ্য হয়ে কাঠের চুলা কিংবা চড়া মূল্যের এলপিজি গ্যাস ব্যবহার করছে, যা মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষের ওপর অর্থনৈতিক বাড়তি চাপ সৃষ্টি করছে। জীবনযাত্রার ব্যয় কয়েক গুণ বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। দ্রুত সরবরাহ স্বাভাবিক না হলে মানবিক বিপর্যয়ের আশঙ্কা করছেন স্থানীয়রা।
এই গ্যাস সংকটের ভয়াবহ প্রভাব পড়েছে কাপ্তাই বাজারসহ আশপাশের হোটেল-রেস্তোরাঁ ও চা-স্টলগুলোতে। সময়মতো খাবার প্রস্তুত করতে না পেরে অনেক ব্যবসায়ী দোকান বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন, ফলে বেকার হয়ে পড়ছেন শত শত শ্রমজীবী মানুষ। অভিযোগ উঠেছে, কৃত্রিম এই সংকটকে পুঁজি করে একটি অসাধু সিন্ডিকেট এলপিজি ও বিকল্প জ্বালানির দাম অস্বাভাবিকভাবে বাড়িয়ে দিয়েছে। এর ফলে সাধারণ মানুষ নিঃস্ব হলেও ওই চক্রটি লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। স্থানীয় ব্যবসায়ীদের দাবি, সময়মতো গ্যাস না পাওয়ায় দোকান ভাড়া ও কর্মচারীদের বেতন দেওয়া এখন দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। সচেতন মহল মনে করছে, সরবরাহে অব্যবস্থাপনা ও প্রশাসনের তদারকির অভাবেই এই দুর্ভোগ দীর্ঘায়িত হচ্ছে। এমতাবস্থায় গ্যাস সংকট নিরসন ও বাজার নিয়ন্ত্রণে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে কাপ্তাইসহ সারাদেশের ভুক্তভোগী জনগণ।
