
বগুড়ার ধুনট উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) বাদ আসর বিকেল সাড়ে ৪টায় গোসাইবাড়ী ইউনিয়ন বিএনপি কার্যালয়ে এই দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। ইউনিয়ন বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে দলের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দসহ সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন। মাহফিলে দেশনেত্রীর দীর্ঘ রাজনৈতিক জীবনের অবদান স্মরণ করে তাঁর আত্মার শান্তি কামনা করা হয় এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন গোসাইবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সিদ্দিক হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম টিটু এবং সহ-সভাপতি ফজলু। এছাড়াও আরও উপস্থিত ছিলেন ধুনট উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মোঃ রাশেদুজ্জামান উজ্জ্বল, গোসাইবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম টগর এবং ধুনট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলফিজুর রহমান স্বপন। অনুষ্ঠানে গোসাইবাড়ী ইউনিয়ন ও ধুনট থানা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল এবং ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত থেকে একাত্মতা প্রকাশ করেন। দোয়া শেষে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়।
