
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলভাবে সম্পন্ন করেছে এশিয়ার অন্যতম বৃহত্তম কাগজ কল কর্ণফুলী পেপার মিল (কেপিএম)। ব্যালট পেপার মুদ্রণের জন্য নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী নির্ধারিত সময়ের আগেই ৯১৫ মেট্রিকটন কাগজ সরবরাহ সম্পন্ন করেছে প্রতিষ্ঠানটি। রোববার (১১ জানুয়ারি) সকালে রাঙামাটির কাপ্তাইয়ে কেপিএম কারখানা প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এই তথ্য নিশ্চিত করেন মিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ শহীদ উল্লাহ। তিনি বলেন, “জাতীয় এই গুরুদায়িত্ব সঠিক সময়ে পালন করতে পারা কেপিএম-এর সক্ষমতা ও দক্ষতারই বহিঃপ্রকাশ।”
মতবিনিময় সভায় কেপিএম-এর ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে এমডি জানান, ঐতিহ্যবাহী এই মিলটিকে আধুনিক ও টেকসই করতে একটি নতুন পেপার মিলসহ মোট ছয়টি কেমিক্যাল প্ল্যান্ট স্থাপনের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। এ সংক্রান্ত একটি পূর্ণাঙ্গ প্রস্তাবনা ইতোমধ্যে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর এই প্রকল্পটি অনুমোদিত হলে কেপিএম এক নতুন যুগে প্রবেশ করবে, যা দেশের কাগজ শিল্পকে স্বয়ংসম্পূর্ণ করার পাশাপাশি স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানে ব্যাপক ভূমিকা রাখবে। সভায় কারখানার বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে জাতীয় অর্থনীতিতে কেপিএম-এর ঐতিহ্যবাহী ভূমিকার কথা পুনরুল্লেখ করেন মিল কর্তৃপক্ষ।
