
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে পাহাড়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বান্দরবানে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে জেলা পুলিশ। এরই অংশ হিসেবে জেলার প্রধান প্রবেশপথ রেইছা চেকপোস্টসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে শুরু হয়েছে বিশেষ তল্লাশি অভিযান। রোববার (১১ জানুয়ারি) সকাল থেকেই অতিরিক্ত পুলিশ সুপার মান্না দে-র নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এই আভিযানিক কার্যক্রম পরিচালনা করছে। নির্বাচনে অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধ এবং অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার নিশ্চিত করতে সন্দেহভাজন ব্যক্তি, পর্যটক এবং সকল ধরনের যানবাহনের কাগজপত্র ও পরিচয় নিবিড়ভাবে যাচাই করা হচ্ছে।
অভিযানস্থলে উপস্থিত অতিরিক্ত পুলিশ সুপার মান্না দে জানান, “নির্বাচন পূর্ববর্তী সময়ে জননিরাপত্তা নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার। জেলা পুলিশ সুপার জনাব মোঃ আবদুর রহমানের নির্দেশনায় আমরা জেলার প্রতিটি প্রবেশমুখে কঠোর নজরদারি বৃদ্ধি করেছি।” রেইছা ক্যাম্পে চলা এই অভিযানে যাত্রীদের পরিচয়পত্র যাচাইয়ের পাশাপাশি যানবাহনের বৈধতা পরীক্ষা করা হচ্ছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত এই বিশেষ চিরুনি অভিযান অব্যাহত থাকবে। এদিকে, আইনশৃঙ্খলা বাহিনীর এমন কঠোর অবস্থানে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা। তাঁরা মনে করছেন, রেইছা ক্যাম্পের মতো গুরুত্বপূর্ণ প্রবেশমুখে এ ধরনের তল্লাশি অব্যাহত থাকলে কোনো দুষ্কৃতকারী শহরে প্রবেশ করতে পারবে না এবং একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ বজায় থাকবে।
