
জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর রাসায়নিক ও ভেজাল মিশ্রণের দায়ে বগুড়ায় একটি গুড় তৈরির কারখানায় অভিযান চালিয়েছে প্রশাসন। সোমবার (১১ জানুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বগুড়া সদর উপজেলার ফাপোড় ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এই যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে মোজাম্মেল মিয়া নামের এক ব্যবসায়ীর কারখানায় খেজুরের রসের সাথে নিষিদ্ধ রাসায়নিক হাইড্রোজ ও মাত্রাতিরিক্ত চিনি মিশ্রণের হাতেনাতে প্রমাণ পাওয়া যায়। অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি এসব ভেজাল খাদ্য উৎপাদনের দায়ে অভিযুক্ত ব্যবসায়ীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয় এবং জনসম্মুখে আনুমানিক ৫০ কেজি বিষাক্ত গুড় ধ্বংস করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, অভিযুক্ত মোজাম্মেল মিয়া রাজশাহী জেলার বাঘা উপজেলার বাসিন্দা। তিনি দীর্ঘ দিন ধরে বগুড়ার এই এলাকায় নোংরা পরিবেশে ক্ষতিকর উপাদান মিশিয়ে গুড় তৈরি ও বাজারজাত করে আসছিলেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নমুনা সংগ্রহকারী শরিফুল ইসলামসহ জেলা পুলিশের একটি চৌকস টিম সহযোগিতা প্রদান করে। ভবিষ্যতে এ ধরনের জনস্বাস্থ্যবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হবেন না মর্মে অভিযুক্ত ব্যবসায়ীর কাছ থেকে একটি লিখিত অঙ্গীকারনামা নেওয়া হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, ভেজাল ও মানহীন খাদ্য উৎপাদন বন্ধে জেলাজুড়ে এমন কঠোর অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।