
বান্দরবান জেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ইসলামী শিক্ষা কেন্দ্র (কমপ্লেক্স) বান্দরবান-এর ৩১তম বার্ষিক মাহফিল অত্যন্ত ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে ২০১৮, ২০১৯ এবং ২০২১ শিক্ষাবর্ষে হাফেজ এনামুল হকের তত্ত্বাবধানে হিফজ সম্পন্নকারী ৫ জন কৃতি হাফেজকে সম্মাননা সূচক পাগড়ী পরিয়ে দস্তারবন্দী প্রদান করা হয়। মাদ্রাসার মুহতামিম মাওলানা হোসেন মোহাম্মদ ইউনুছের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মাহফিলে দেশবরেণ্য আলেম-উলামারা দ্বীনি শিক্ষার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বয়ান করেন।
মাহফিলে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া মাদ্রাসার প্রধান মুফতি ও শায়খুল হাদীস মুফতি শামসুদ্দিন জিয়া, জামিয়াতুন নূর আল আলামিয়্যাহর প্রতিষ্ঠাতা পরিচালক শাইখুল হাদিস আল্লামা উবাইদুল্লাহ হামজাহ্ এবং হাটহাজারীর আল্লামা জাহেদুল্লাহ। এছাড়াও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম মুফতি মুহিবুল্লাহিল বাকী নদভী এবং কেরানীগঞ্জের মুফতি মীর শামসুদ্দিন বড়াইলীসহ প্রথিতযশা ইসলামী চিন্তাবিদগণ উপস্থিত ছিলেন। বক্তারা তাঁদের আলোচনায় কুরআন ও সুন্নাহর আলোকে জীবন গড়ার পাশাপাশি নৈতিক সমাজ গঠনে মাদ্রাসা শিক্ষার অবদানের কথা উল্লেখ করেন।
মাদ্রাসার সাবেক শিক্ষক হাফেজ এনামুল হক তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন, একজন শিক্ষকের সার্থকতা তাঁর ছাত্রদের সফলতার মাঝে নিহিত। ছাত্রদের সযত্নে রোপণ করা ফুলের সাথে তুলনা করে তিনি তাদের সুস্থতা ও দ্বীনের পথে খেদমত করার তৌফিক কামনা করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং পরিচালক মহোদয়ের সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। পার্বত্য অঞ্চলের সাধারণ ধর্মপ্রাণ মানুষের উপস্থিতিতে এই মাহফিলটি একটি আধ্যাত্মিক মিলনমেলায় পরিণত হয়।
