
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে দিনব্যাপী দোয়া মাহফিল ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) রূপগঞ্জের ভুলতা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে ইউনিয়নের হাটাবো, পাড়াগাঁও পাচাইখা, আউখাবো ও বলাইখা এলাকায় এই মানবিক কর্মসূচি ও দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় রূপগঞ্জ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। অনুষ্ঠান শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি ও দেশের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-০১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। তিনি তাঁর বক্তব্যে বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কথা স্মরণ করে বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন এদেশের গণতন্ত্রের প্রতীক। তিনি অন্যায়ের কাছে কখনও মাথা নত করেননি। এদেশের মানুষের টানেই তিনি জেল-জুলুম সহ্য করেছেন কিন্তু দেশ ছেড়ে যাননি।” তিনি আরও বলেন, বিগত ১৭ বছর ধরে তারেক রহমানকে বিদেশের মাটিতে নির্বাসিত করে রাখা হলেও তিনি দেশের মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় লড়ে যাচ্ছেন। আসন্ন নির্বাচনে সবাইকে নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে দিপু বলেন, ভোটের মাধ্যমে সঠিক নেতা নির্বাচন করে এদেশকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে।
