বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেটে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
প্রচারিত হয়েছে :
রবিবার, ২ নভেম্বর, ২০২৫ /
১১
জন দেখেছে /
Share
সিলেটের বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িতদের অপসারণ এবং শাস্তির দাবিতে বিশ্বনাথ উপজেলাবাসির ব্যানারে পূর্বঘোষিত বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে! শনিবার (১ নভেম্বর) সকালে কমপ্লেক্সের গেটে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সম্প্রতি এলাকাবাসির আন্দোলনের মুখে ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. দেলোয়ার হোসেনকে বদলি করা হয়েছে। তবুও দুর্নীতির সাথে জড়িত ভারপ্রাপ্ত হিসাব রক্ষক আলী আহমদসহ অন্য কর্মকর্তাদের অপসারণ ও দেলোয়ারসহ জড়িত সকলের শাস্তির দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন বিশ্বনাথ উপজেলাবাসি।
কর্মসূচিতে বক্তারা সাবেক ভারপ্রাপ্ত টিএইচও দেলোয়ার হোসেন এবং বর্তমান ভারপ্রাপ্ত হিসাব রক্ষক আলী আহমদসহ সকল দুর্নীতিবাজদের দুর্নীতির পূর্ণাঙ্গ তদন্ত করে তাঁদেরকে দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদানের দাবি জানান।
বক্তারা দেলোয়ার হোসেনের বদলিতে তাঁরা সন্তুষ্ট নন। কারণ, মূল অভিযুক্তদের কেবল বদলি করাই যথেষ্ট নয়। দুর্নীতিবাজদের শাস্তি নিশ্চিত করতে হবে।’ সে জন্য বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এক সপ্তাহের সময় বেঁধে দেন।
বক্তারা আরও বলেন, এক সপ্তাহের মধ্যে প্রতিকার না পেলে আমরা আরও কঠোর ও বৃহত্তর আন্দোলন গড়ে তুলব।
রামপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আনিসুজ্জামান খানের সভাপতিত্বে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন বিশ্বনাথ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বশির আহমদ, শিক্ষাবিদ একেএম হেকিম উদ্দিন, বিএনপি নেতা গণি শাহ্, আব্দুস শহীদ, স্বেচ্ছাসেবক দল নেতা ছামির আলী।
এ সময় উপস্থিত ছিলেন মুরুব্বি রাজু মিয়া, চমক আলী, সোনাউদ্দিন, আকমল আলী, যুবদল নেতা ইসলাম উদ্দিন, শ্রমিকদল নেতা সুন্দর আলী, কৃষক দল নেতা মনির মিয়া, স্বেচ্ছাসেবকদল নেতা রাজন খান, ইউপি সদস্য লাল বানু।
বক্তারা অবিলম্বে এই বিষয়ে সিলেটের সিভিল সার্জনসহ স্বাস্থ্য বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি ও হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করা যায় এবং দুর্নীতির মূলোৎপাটন হয়।