
গাজীপুরের শ্রীপুরে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে তুচ্ছ ঘটনার জেরে প্রতিপক্ষের হামলায় সাবিনা ইয়াসমিন (৩৫) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) রাত ১০টার দিকে শ্রীপুর পৌরসভার দরগারচালা গ্রামের ডলফিন বেকারী মোড় এলাকায় এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত সাবিনা ইয়াসমিন ওই গ্রামের শওকত হোসেনের স্ত্রী। এই ঘটনায় অভিযুক্ত করা হয়েছে একই এলাকার সামসুদ্দিনের ছেলে মো. সুজনকে (৩০)। খেলাধুলার মতো একটি আনন্দদায়ক বিষয়কে কেন্দ্র করে এমন প্রাণহানির ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশের মাঠে স্থানীয় যুবকদের ব্যাডমিন্টন খেলা চলাকালীন নিহতের ছেলে শাওন সেখানে খেলা দেখছিল। রাত ১০টার দিকে শাওন খেলাটি বন্ধ করতে বললে সুজনের সাথে তার তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বিদ্যুতের অবৈধ সংযোগের তার ছিঁড়ে বাতি নিভে গেলে ক্ষিপ্ত হয়ে সুজন শাওনকে বেধড়ক মারধর করতে থাকে। ছেলের চিৎকার শুনে মা সাবিনা ইয়াসমিন তাকে বাঁচাতে এগিয়ে এলে সুজন তার ওপরও হামলা চালায়। প্রতিপক্ষের প্রচণ্ড আঘাতে সাবিনা ইয়াসমিন ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে স্থানীয় আলহেরা হাসপাতাল ও পরে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক মো. লাল চান জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত সুজন পলাতক রয়েছে। পুলিশ নিহতের পরিবারের অভিযোগ আমলে নিয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করছে এবং আসামিকে গ্রেফতারে অভিযান শুরু করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
