
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিরাজগঞ্জ আগমনকে কেন্দ্র করে জেলার সাধারণ মানুষের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও সাড়া লক্ষ্য করা যাচ্ছে। বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কে দোয়া মাহফিলের নির্ধারিত স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু এই কথা জানান। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত এই বিশেষ দোয়া মাহফিলকে ঘিরে পুরো জেলায় সাজ সাজ রব বিরাজ করছে। আগামী ১১ জানুয়ারি (রোববার) তারেক রহমান বগুড়া যাওয়ার পথে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় জেলা বিএনপির এই উদ্যোগে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতি সিরাজগঞ্জের মাটি ও মানুষের জন্য এক আবেগঘন মুহূর্ত তৈরি করেছে। সকল শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে সাধারণ জনগণ জাতীয়তাবাদের আদর্শে ঐক্যবদ্ধ।” পরিদর্শনকালে দোয়া মাহফিলের প্রস্তুতি সন্তোষজনক বলে তিনি উল্লেখ করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। আয়োজকরা আশা করছেন, স্মরণকালের বৃহত্তম এই দোয়া মাহফিলে লাখো মানুষের সমাগম ঘটবে এবং সিরাজগঞ্জের রাজনৈতিক ইতিহাসে এটি এক মাইলফলক হয়ে থাকবে।
