
মানিকগঞ্জের সিঙ্গাইরে ফুটবল প্রেমীদের মাঝে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে ‘খানবানিয়ারা শীতকালীন ফুটবল টুর্নামেন্ট’। শনিবার (১০ জানুয়ারি) দুপুরে সিঙ্গাইর উপজেলার খানবানিয়ারা খেলার মাঠ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই জমকালো টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক ও তারকা ফুটবলার জামাল ভূঁইয়া। এ সময় মাঠে হাজারো দর্শক প্রিয় খেলোয়াড়কে একনজর দেখতে ভিড় জমায়। উদ্বোধন শেষে জামাল ভূঁইয়া বলেন, তৃণমূল পর্যায় থেকে এমন আয়োজনের মাধ্যমেই আগামীর তারকা ফুটবলাররা উঠে আসবে।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে কালাচাঁন স্পোর্টিং ক্লাব ১-০ গোলে ব্রাদার্স কিং দলকে পরাজিত করে জয়লাভ করে। আয়োজক কমিটি জানিয়েছে, আটটি শক্তিশালী দলের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টে জাতীয় দলের বর্তমান ও সাবেক তারকা খেলোয়াড়রা মাঠ মাতাবেন। জয়মন্টপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খান মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা শফিকুল আলম চন্দন, ইখতিয়ার উদ্দিন খান টুয়েল এবং আয়োজক কমিটির সদস্য নাফিসা আনজুম খানসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। উল্লেখ্য, টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী ২৪ জানুয়ারি। চ্যাম্পিয়ন দলের জন্য প্রথম পুরস্কার হিসেবে রয়েছে একটি আকর্ষণীয় ১৫৫ সিসি সুজুকি জিক্সার মনোটন মোটরসাইকেল এবং রানার্সআপ দলের জন্য থাকছে ১১০ সিসি সুজুকি হায়াতী মোটরসাইকেল।
